নরসিংদীতে একঝাঁক খুদে গণিতবিদের মিলনমেলা

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণিত উৎসব শুরু হয়। শনিবার সকালে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের মাঠেছবি: দিনার মাহমুদ

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানকে সামনে রেখে একঝাঁক খুদে গণিতবিদের মিলনমেলা বসেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসে। সেখানে আজ শনিবার সকালে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক পর্ব। উৎসবে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গণিতপ্রেমী শিক্ষার্থীরা ছুটে এসেছে।

আজ শনিবার সকাল সোয়া ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে গণিত উৎসব। নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইমন হোসেন জাতীয় পতাকা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি আনিসুর রহমান ভূঁইয়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নরসিংদী শাখার সাধারণ সম্পাদক রায়হানা সরকার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইমন হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ইমন হোসেন বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সবকিছুতেই গণিত জড়িয়ে রয়েছে। এ উৎসবের মধ্য দিয়ে গণিতভীতি দূর করে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবে শিক্ষার্থীরা। গণিত নিয়ে এমন আয়োজন করায় ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলোকে ধন্যবাদ। পাশাপাশি তাঁর প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানান তিনি।

বক্তব্যে আনিসুর রহমান ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের চোখে-মুখে ভেসে ওঠা উচ্ছ্বাসই বলে দিচ্ছে, গণিতের ভয় তাদের মধ্যে নেই। আজ এ প্রতিযোগিতা থেকে বিজয়ী গণিতবিদেরা জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নেবে। সেখান থেকে বিজয়ীরা যাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। এভাবেই আমরা একদিন ছড়িয়ে পড়ব বিশ্বময়।’

পরীক্ষায় অংশ নিয়েছে গণিতপ্রেমী শিক্ষার্থীরা। শনিবার সকালে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসে
ছবি: প্রথম আলো

শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানে রায়হানা সরকার বলেন, ‘তোমরা ভবিষ্যতে এ দেশকে জ্ঞানবিজ্ঞানে সামনে থেকে নেতৃত্ব দেবে। তার আগেই নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ, ভালো মানুষ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সন্তানদের গণিতে উৎসাহ দেওয়ার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

উৎসবের উদ্বোধনের পর এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে একদিকে চলছে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের কাজ, অন্যদিকে চলবে বিদ্যালয়টির মিলনায়তনে সাংস্কৃতিক পর্ব ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। গণিত নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেবেন শিক্ষকেরা।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা দলীয় সংগীতে অংশ নেয়। শনিবার সকালে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসে
ছবি: প্রথম আলো

সবশেষে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত চারটি ক্যাটাগরিতে ২৮ বিজয়ীকে নির্বাচিত করা হবে। তাদের ঢাকায় জাতীয় গণিত উৎসবে যোগ দেওয়ার সনদ, চিঠি ও টি-শার্ট দেওয়া হবে। ‘আমরা করব জয় একদিন’ গানের মধ্য দিয়ে গণিত উৎসব শেষ হবে।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।