অনশন কর্মসূচিতে শ্রমিকনেতারা বলেন, কিছু অসাধু মালিক কারখানা দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সে টাকা অন্য খাতে ব্যয় করেন। আর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়। শ্রমিক পরিবার তাদের সন্তান-সন্ততি নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। সরকারি জুট মিল বন্ধ করার কিছুদিন পর শ্রমিকদের পাওনা একসঙ্গে পরিশোধ করা হয়েছে। অথচ বছরের পর বছর বেসরকারি জুট মিল মালিকেরা তাঁদের কারখানা বন্ধ ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে রয়েছেন। শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন তাঁরা।

ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, চূড়ান্ত পাওনা আদায়সহ ন্যায়সংগত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৫ মার্চ এ্যাজাক্স মিলের সামনে মানববন্ধন, ১৮ মার্চ খুলনা-৫ আসনের সংসদ সদস্যকে স্মারকলিপি দেওয়া, ২০ মার্চ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন এবং ২২ মার্চ ফুলবাড়ী গেটে খুলনা–যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।