খুলনায় পাওনা পরিশোধের দাবিতে পাটকল শ্রমিক-কর্মচারীদের অনশন
খুলনার শিরোমণি শিল্প এলাকার বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা চূড়ান্ত পাওনা এককালীন পরিশোধের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন। আজ রোববার সকালে মিলের প্রধান ফটকের সামনে মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারী ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিকনেতা আসহাব উদ্দীন, আমির মুন্সি, আইনউদ্দিন, এ্যাজাক্স জুট মিলের শ্রমিকনেতা আজহার মাতব্বর, জুট স্পিনার্স মিলের শ্রমিকনেতা মো. শহিদুল ইসলাম, আবুল কালাম, আলাউদ্দিন, মো. জাহাঙ্গীর হোসেন, আফিল জুট মিলের শ্রমিকনেতা নিজামউদ্দিন, সোনালী জুট মিলের শ্রমিকনেতা মো. বাবুল হোসেন, শিরোমণি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে বেলা একটার দিকে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভাঙান।
অনশন কর্মসূচিতে শ্রমিকনেতারা বলেন, কিছু অসাধু মালিক কারখানা দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সে টাকা অন্য খাতে ব্যয় করেন। আর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়। শ্রমিক পরিবার তাদের সন্তান-সন্ততি নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। সরকারি জুট মিল বন্ধ করার কিছুদিন পর শ্রমিকদের পাওনা একসঙ্গে পরিশোধ করা হয়েছে। অথচ বছরের পর বছর বেসরকারি জুট মিল মালিকেরা তাঁদের কারখানা বন্ধ ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে রয়েছেন। শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন তাঁরা।
ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, চূড়ান্ত পাওনা আদায়সহ ন্যায়সংগত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৫ মার্চ এ্যাজাক্স মিলের সামনে মানববন্ধন, ১৮ মার্চ খুলনা-৫ আসনের সংসদ সদস্যকে স্মারকলিপি দেওয়া, ২০ মার্চ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন এবং ২২ মার্চ ফুলবাড়ী গেটে খুলনা–যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।