সুনামগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

সুনামগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। আজ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায়
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ধাওরাই গ্রামের হাদিউল কামালী (৩৮) ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা নাসির আলম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। একই সময়ে জগন্নাথপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। বেলা ১১টার দিকে হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান নাসির আলম ও হাদিউল কামালী। আহত হন সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার মিজান আহমদ ও জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের ছইল মিয়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।