বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারানো চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শেরপুর–ধুনট আঞ্চলিক সড়কের শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে তানজিল ইসলাম (২২) ও উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা গ্রামের মঞ্জুর খানের ছেলে রিফাত হোসেন (২০)। এর মধ্যে তানজিল ইসলাম শেরপুর কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ও রিফাত হোসেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। দুর্ঘটনায় আহত আরেকজন হলেন বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মেসবাহ উদ্দিন (২১)। তিনি উপজেলার কুসুম্বি ইউনিয়নের পাকুরিয়া পাড়ার মাহফুজুর রহমানের ছেলে।

শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তানজিল, রিফাত ও মেসবাহ তিনজনই বন্ধু। গতকাল তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হয়ে উপজেলার খানপুর ইউনিয়নের শুভগাছা গ্রামে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দুজন বলেন, গতকাল রাতে তিন বন্ধু একই মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পথে শালফা এলাকার একটি বেইলি সেতুর ওপর পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি হয়। এ সময় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে রিফাত মোটরসাইকেল থেকে ছিটকে বেইলি সেতুর নিচের ডোবার পানিতে পড়ে যান। এদিকে তানজিল ও মেসবাহ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন বলেন, খবর পেয়ে সড়কের ওপর থেকে তানজিল ও মেসবাহ নামের দুই তরুণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানজিলকে মৃত ঘোষণা করেন। পরে আহত মেসবাহকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ডোবা থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, দুর্ঘটনার পর রাত ১০টায় নিহত দুই তরুণের পরিচয় পাওয়া যায়। আহত মেজবাহকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে গতকাল রাতেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।