রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তিনজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার মূলঘর ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকেরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। ওই চেয়ারম্যানের নাম শেখ মো. ওহিদুজ্জামান। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন ইমরান হোসেন, আতিয়ার রহমান ও শহিদুল ইসলাম। ইমরান মাছরাঙা টেলিভিশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি। আতিয়ার রহমান দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি এবং শহিদুল ইসলাম দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলঘর ইউনিয়নের বিরুদ্ধে বেজকোলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ছিল। সংবাদ সংগ্রহ করে চেয়ারম্যানের বক্তব্য নেওয়ার জন্য ইউপি কার্যালয়ে যান তাঁরা। এ বিষয়ে কথা বলতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হন। প্রথমে চেয়ারম্যানের এক সহযোগী তাঁর ওপর চড়াও হন। এরপর চেয়ারম্যান তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেন। তাঁর সহকর্মীদেরও মারধর করেন।

ইউপি চেয়ারম্যান শেখ মো. ওহিদুজ্জামান বলেন, ‘ইউনিয়নে মোট ৯০৪ জনের জন্য বরাদ্দ পেয়েছি। ওই সাংবাদিকেরা অসৎ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসেন। আমাকে নিয়ে একটা খুব বাজে কথা বলেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে রাগারাগি হয়েছে। কাউকে ধাক্কা দেওয়া বা লাঞ্ছিত করা হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিষয়টি তিনি জানেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।