গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে অটোরিকশার ধাক্কা, নিহত ১

মহাসড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেওয়ার পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সাইমুন ইসলাম (৩৭)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জের কানুহাড়ি গ্রামের সামসুল আলমের ছেলে। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে কোনাবাড়ী এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে পাশে রাখা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালকসহ অপর চার যাত্রী গুরুতর আহত হলে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক মো. শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই সোহাগ।