শ্রীপুরে কারখানার আবাসিক ভবনের বারান্দায় ঝুলছিল প্রকৌশলীর মরদেহ
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি কারখানার আবাসিক ভবনের বারান্দা থেকে রনি শেখ (২৮) নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের নাইস ফেব্রিকস প্রসেসিং লিমিটেড নামের কারখানার আবাসিক ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
রনি শেখ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নাইস ডেনিম কারখানায় সহকারী তড়িৎ প্রকৌশলী পদে চাকরি করতেন।
কারখানার একজন কর্মকর্তা জানান, ফ্ল্যাটটিতে রনি শেখসহ মোট সাতজন থাকেন। শনিবার রাতে রনিসহ সবাই ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ওই ফ্ল্যাটের সবাই একে একে কাজের জন্য বেরিয়ে যান। সকাল ১০টার দিকে ফ্ল্যাটের বারান্দায় যাওয়ার জন্য দরজা খুলে এক ব্যক্তি সেখানে রনি শেখকে গামছায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, মরদেহটি বারান্দার গ্রিলের সঙ্গে গামছায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত থাকলেও পা দুটো মেঝে ছুঁয়েছিল। গ্রিলের একটি অংশে লুঙ্গি দিয়ে ওই মরদেহ আড়াল করা ছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মরদেহের সুরতহাল চলছে। বারান্দায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার হয়েছে।
এ বিষয়ে জানতে নাইস ফেব্রিকস প্রসেসিং লিমিটেড কারখানার কর্মকর্তা আবদুল আজিজের মুঠোফোন নম্বরে কল দিলেও তিনি সাড়া দেননি। কারখানার প্রধান ফটকে গেলে নিরাপত্তাকর্মীরা সেখানে প্রবেশ করতে দেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।