নোয়াখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, শিশু দগ্ধ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আগুন লেগে একটি বসতঘর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বসতঘরে থাকা শাহাদাত হোসেন (১০) নামের এক শিশু দগ্ধ হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোরে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের জাইল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির তত্ত্বাবধায়ক মো. আজাদ জানান, বাড়ির মালিক আবদুল ওহাব তাঁকে পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতে দিয়েছেন। তিনি ওই বাড়িতে থেকে ফলের ব্যবসা করেন। আজ ভোর ছয়টার সময় তিনি প্রতিবেশী শিশু শাহাদাতকে ঘরে রেখে তাঁর ছেলেসহ ফল কেনার জন্য বাজারে যান।
মো. আজাদ বলেন, তিনি প্রতিবেশীদের মাধ্যমে বসতঘরে আগুন লাগার খবর জানতে পারেন। ফিরে এসে দেখেন, আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা শিশু শাহাদাত দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। অগ্নিদগ্ধ শাহদাতকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মো. আজাদের দাবি, ঘরে আগুন লাগার মতো কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। তাই ঘটনাটি তাঁর কাছে রহস্যজনক মনে হচ্ছে। আগুনে প্রায় দুই লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। সেই সঙ্গে এতিম শিশুটি দগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে।