তানোরে হাতি নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন, দুজনের মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলার ধামধুম গ্রামে হাতির ভয়ে তটস্ত গ্রামবাসী। বুধবার সন্ধ্যায় ধুমধাম গ্রামে
ছবি: প্রথম আলো

রাজশাহীর তানোরে হাতির পায়ে পিষ্ট হয়ে রামাপদ মুন্ডা (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সেই হাতিকে বাগে আনতে পুরো উপজেলা প্রশাসন তানোরের ধামধুম গ্রামে অবস্থান নিয়েছে। ফায়ার সার্ভিস থেকে পানি দিয়েও হাতিকে তাড়ানো যায়নি। প্রাণিসম্পদ কর্মকর্তা হাতিটিকে অচেতন করতে দুই দফা ফায়ার করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এখন গ্রামবাসীর মধ্যে হাতির আতঙ্ক বিরাজ করছে।

মারা যাওয়া রামাপদ মুন্ডা উপজেলার জুমারপাড়া গ্রামের ললিত মুন্ডার ছেলে। এর আগে একটি হাতির পায়ে পিষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জের এক শিশু মারা যায়। পরে সেই হাতিটিকে গাছের সঙ্গে বেঁধে রাখেন এলাকাবাসী।

রামাপদের ভাতিজা সওদাগর মুন্ডা জানান, দুপুরের দিকে তাঁর চাচা ধামধুম মাঠে জমি দেখতে গিয়ে আর ফেরেননি। বেলা তিনটার দিকে তাঁরা খবর পেয়ে মাঠে গিয়ে দেখেন, হাতির পায়ে পিষ্ট হয়ে চাচা মারা গেছেন। তাঁর বুকের হাড় ভেঙে গেছে। তাঁর লাশ নিয়ে আসার পরও গ্রামের মানুষ স্বস্তি পাচ্ছেন না। তাঁরা ভয়ে আছেন, রাতে হাতিটি যদি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, তিনিসহ উপজেলার প্রাণিসম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। নওগাঁর সার্কাসের হাতি ছুটে এসে তানোর এলাকায় ঢুকেছে। প্রথমে ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে হাতিটিকে নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপরও সবাই সচেষ্ট আছেন, যাতে জানমালের কোনো ক্ষতি না হয়। তাঁরা নিজেরা নিয়ন্ত্রণ করতে না পারলে ঊর্ধ্বতন প্রশাসনের সহযোগিতা চাইবেন।

ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহম্মেদ ট্রাঙ্কুলাইজার গান (প্রাণী অচেতনের কাজে ব্যবহৃত বন্দুক) দিয়ে হাতিটাকে দুবার ফায়ার করেছেন। উঁচু-নিচু জায়গা ও জঙ্গলের কারণে তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, হাতিটি ফসলের মাঠে ব্যাপক ক্ষতি করেছে। ইব্রাহিম নামের এক ব্যক্তির আট বিঘা জমির ধান তছনছ করে ফেলেছে। এখনো হাতিটি গ্রাম ছেড়ে যায়নি। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখার সময়ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে আছেন। বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, রাতে তাঁরা হাতিটি ধরতে ব্যর্থ হয়েছেন। এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে। সকালে ঢাকা থেকে দক্ষ লোকজন আসছেন। সকালে আবার অভিযান চালানো হবে।