বোনকে শ্বশুরবাড়ি রাখতে গিয়ে সড়কে প্রাণ হারালেন ভাই

গতকাল রাত সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের কৃষ্ণপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

আঞ্জুয়ারা বেগম ও রায়হান হোসেনের বিয়ে হয় গত সোমবার। বরকে নিয়ে গত মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন তিনি। এরপর গতকাল বুধবার শ্বশুরবাড়ির লোকজন আঞ্জুয়ারাকে নিতে আসেন। ওই দিন রাতেই ভাই আলমগীরকে সঙ্গে নিয়ে স্বামীসহ আঞ্জুয়ারা মাইক্রোবাসে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথেই মাইক্রোবাসটি উল্টে আঞ্জুয়ারার ভাই আলমগীর হোসেন নিহত হন।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের কৃষ্ণপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে রায়হান, আঞ্জুয়ারাসহ চারজন আহত হন।

পুলিশ ও নিহত আলমগীরের পরিবার সূত্রে জানা যায়, সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আঞ্জুয়ারা বেগমের (২২) সঙ্গে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বালাপাড়া গ্রামের রায়হান হোসেনের(২৪) বিয়ে হয়। গতকাল আঞ্জুয়ারা স্বামী, ভাইসহ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাতে সাড়ে ১১টার দিকে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের কৃষ্ণপুর মোড়ে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি উল্টে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা আঞ্জুয়ারার বড় ভাই আলমগীর হোসেনের পেটে জানালার কাচ ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আজ বৃহস্পতিবার আঞ্জুয়ারার বাড়িতে গিয়ে দেখা যায়, সদ্য শেষ হওয়া বিয়েবাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নববধূ আঞ্জুয়ারা কান্না করছিলেন আর মূর্ছা যাছিলেন। জ্ঞান ফিরলেই বিলাপ করে বলছিলেন, ‘মোক থুবার আসি ভাইটা হারে গেল। গাড়ি মোর ভাইটার প্রাণ কাড়ি নেইল। চোখের সামনোত মোর ভাইটার প্রাণ গেল। কেমন করি ভাইটার মুখ ভুলিম।’

নিহত আলমগীরের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘কী যে অপরাধ করছিনু, আল্লাহ মোর বেটাটাক কাড়ি নেইল। এল্যা ঘর মোর খালি। এই দুঃখ কার পরানে সয়। কলিজাটাক ছাড়া কেমন করি বাঁচিম।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এ দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।