প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে কেরানীগঞ্জে বিদ্যালয় ও পাঠাগারে বই উপহার

কেরানীগঞ্জে বিদ্যালয় ও পাঠাগারে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়
ছবি: প্রথম আলো

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের সহযোগিতায় এবং প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কেরানীগঞ্জে একটি বিদ্যালয় ও পাঠাগারে বই উপহার দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মালেক মিয়া। তিনি বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের হাতে ২২০টি বই তুলে দেন। বিদ্যালয়ের জন্য উপহার হিসেবে দেওয়া এসব বইয়ের মধ্যে রয়েছে গল্প, ছড়া, উপন্যাস, কবিতা, বিজ্ঞান ও শিক্ষামূলক বই। এ ছাড়া অক্ষর শেখার আদর্শলিপি বইও দেওয়া হয়েছে। একই ধরনের সমপরিমাণ বই দেওয়া হয় গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা পাঠাগারে। পাঠাগারের পরিচালক অপু সুলতান বইগুলো গ্রহণ করেন।

নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মালেক মিয়া বলেন, বই আলোকিত মানুষ গড়ে তোলে। বই মানুষের জ্ঞানের জগৎকে প্রসারিত করে। বই মানুষকে লেখক ও গবেষক হিসেবে তৈরি করে। সভ্যতাকে এগিয়ে নিতে বইয়ের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, বিকাশের সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই উপহার প্রশংসনীয় উদ্যোগ। এর জন্য বিকাশ ও প্রথম আলো পরিবারকে ধন্যবাদ জানান মালেক মিয়া।

গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা পাঠাগারের পরিচালক অপু সুলতান বলেন, ‘বইগুলো পেয়ে আমাদের পাঠাগারটি আরও উজ্জীবিত হবে। অনেকগুলো নতুন বই পেয়েছি। এসব বইয়ের ঘ্রাণ পাঠকদের কাছে পৌঁছে যাবে। এই ধারা অব্যাহত থাকলে পাঠাগারে পাঠকসংখ্যা বাড়বে। এতে দেশ ও সমাজ এগিয়ে যাবে।’

বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের সভাপতিত্বে বই উপহার অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মাহবুব খান, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন প্রমুখ।