রাঙামাটির বাঘাইছড়িতে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি জেলার মানচিত্র

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনকে তাদের কর্মী বলে দাবি করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

এ নিয়ে গত দুই মাসের কম সময়ে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা ইউপিডিএফের ৮ নেতা–কর্মী খুন হলেন। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ৬ নেতা-কর্মীর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা পৌনে একটার দিকে বাঘাইহাট-সাজেক সড়কে মাচালং ব্রিজপাড়ায় একটি চা–দোকানে বসে ছিলেন ইউপিডিএফের কর্মী আশীষ চাকমা (৪০) ও দীপায়ন চাকমা (৩৫)। এমন সময় ৫ থেকে ৬ জন অস্ত্রধারী চা–দোকানটি ঘেরাও করে ফেলেন। পরে তিনজন এগিয়ে এসে দোকান থেকে অস্ত্রের মুখে দুজনকে বের করে কাছ থেকে গুলি করলে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে সাজেক থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানা গেছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়া এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে দুজন ইউপিডিএফের কর্মী মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহত দীপায়ন চাকমার বাড়ি মাচাংয়ের ডিপু পাড়ায় ও আশীষ চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামে।

বাঘাইছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের গুলিতে দুজন মারা গেছেন বলে খবর পেয়েছি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ চার নেতা-কর্মী খুন হন। পানছড়ির দুর্গম এলাকা লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহসভাপতি লিটন চাকমা (২৯), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা (২৯) ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই  ২৪ জানুয়ারি খাগড়াছড়ি জেলার মহালছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মহালছড়ি উপজেলার দাককুপ্প্যে এলাকার বিমল চাকমা (৫৫) ও দুরছড়ি এলাকার রবি কুমার চাকমা (৬৩)।