খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীকে বদলি
খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে প্রেষণে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে। গত বৃহস্পতিবার তাঁকে বদলি এবং নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। জিল্লুর রহমান চৌধুরী ১৫ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হেলাল মাহমুদ শরিফকে খুলনা বিভাগীয় কমিশনার করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মাত্র চার দিন আগে জিল্লুর রহমান চৌধুরীকে বদলি করা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। এ গুঞ্জনের কারণ সম্প্রতি তাঁর দেওয়া একটি বক্তব্য। গত ৩০ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় সভাপতির দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান চৌধুরী। সভায় একজন মেয়রপ্রার্থী কথা বলার সময় তাঁকে দুয়োধ্বনি দেওয়ার পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার তাঁদের হুঁশিয়ার করেন। হুঁশিয়ারির একপর্যায়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘এখানে তো গণতন্ত্রের “গ”-ও নেই।’
বদলির ব্যাপারে কথা বলার জন্য জিল্লুর রহমান চৌধুরীর মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।