চট্টগ্রাম মোটর ফেস্টে দর্শক আকর্ষণের শীর্ষে ইয়ামাহা
চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে গত বৃহস্পতিবার শুরু হয়েছিল ‘ষষ্ঠ চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩’। আজ শনিবার মেলার শেষ দিনে ছিল বাইকপ্রেমী দর্শনার্থীদের ভিড়।
তিন দিনব্যাপী এই মেলায় অন্যান্য মোটর শপ স্টলের পাশাপাশি 'ইয়ামাহা' ব্র্যান্ড নিয়ে চোখধাঁধানো সব আয়োজন করে এসিআই মোটরস। মেলার শেষ দিন বিকেলে নগরের সিআরবি মোড় থেকে জিইসি কনভেনশন হল পর্যন্ত বাইক র্যালির আয়োজন করে তারা।
মেলায় ইয়ামাহার আয়োজন সাজানো হয়েছে দুভাগে। ‘বাইক ডিসপ্লে’ এবং ‘টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স অ্যাকটিভিটি’—এই দুই ভাগে মেলায় আসা বাইকপ্রেমীরা পছন্দের বাইকটি দেখার পাশাপাশি টেস্ট ড্রাইভ করারও সুযোগ পেয়েছেন।
মেলার বিশেষ আকর্ষণ ছিল ইয়ামাহার সুপার স্পোর্টস মোটরসাইকেল আর১এম। ১০০০ সিসির মোটরসাইকেলটি বাইক রেসের বিশ্বখ্যাত আসর ‘মোটোজিপি রেসিং ট্র্যাকে’ দাপিয়ে বেড়ায়। এ ছাড়া সদ্য বাজারে আসা আর১ফাইভ এম ভার্সন ফোর ইন্টেন্সিটি হোয়াইট। মোটরসাইকেলটির প্রতি বাইকপ্রেমীদের বিশেষ আগ্রহ দেখা গেছে।
১৫৫সিসির এই বাইক বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। এর সঙ্গে বাড়টি আকর্ষণ যোগ করেছে সাদা রংটি। পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলটি দেখতে থাকা তরুণ বাইকার মোহাম্মদ শাকিল বলেন, 'মোটরসাইকেলটি দূর থেকে দেখতেই আকর্ষণীয়। প্রতিটি বৈশিষ্ট্য বাইকটি সেরা একটি বাইক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।'
এ আয়োজনে আরও ছিল এফ জেড এস ডিলাক্স, এমটি ১৫ ও এফ জেড এস ভার্সন টুর মতো জনপ্রিয় বাইক। ‘টাচ অ্যান্ড ফিল’ এক্সপেরিয়েন্স দিতে আরও ছিল ইয়ামাহার টেস্টরাইড ও স্টান্ট শোর মতো ব্যতিক্রমী কার্যক্রম, যা এ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে। টেস্ট রাইডের মাধ্যমে বাইকাররা পছন্দের বাইকটি দেখার সঙ্গে সঙ্গে চালিয়েও দেখতে পেরেছেন। ফলে অন্য সব স্টলের চেয়ে ইয়ামাহার স্টলে দর্শকের বেশি ভিড় লক্ষ করা গেছে।
বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক ও যৌথ কারিগরি সহযোগী এসিআই মোটরস। এসিআই মোটরস এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ১০০টির বেশি ‘থ্রিএস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট’ রয়েছে।
আয়োজন সম্পর্কে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, 'বর্তমান তরুণদের মধ্যে ইয়ামাহা বাইকের জনপ্রিয়তা বাড়ছে। এই ধরনের আয়োজনে তরুণদের অংশগ্রহণ দেখে আমি মুগ্ধ।'