১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক
শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায় সড়কের ওপর চালবোঝাই একটি ট্রাক বিকল হওয়ার ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সকাল আটটার দিকে ট্রাকটি বিকল হলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
শরীয়তপুরের সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে চালের বস্তাবোঝাই একটি ট্রাক সকালে কুমিল্লা যাচ্ছিল। শরীয়তপুর-চাঁদপুর সড়ক ধরে ট্রাকটি শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায় পৌঁছালে সড়কের মাঝখানে বিকল হয়ে যায়। এতে সকাল আটটা থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ট্রাকটি সরানোর জন্য মাদারীপুর থেকে একটি রেকার আনে। রেকারটি সদর উপজেলার মনোহর বাজার এলাকায় আনা হলে সেটিও বিকল হয়ে যায়।
শরীয়তপুরের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহামুদুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাকটি বেশি বোঝাই থাকার কারণে সড়ক থেকে সরানো যাচ্ছিল না। পরবর্তী সময়ে চালের বস্তাগুলো নামিয়ে স্থানীয় শ্রমিকদের সাহায্যে সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিকল হওয়া ট্রাকের চালক কাজী জাহাঙ্গীর আলম বলেন, সড়কের মধ্যে গর্তের ভেতর চাকা পড়ার কারণে ট্রাকের একটি যন্ত্র বিকল হয়ে পড়ে। তখন ট্রাকটি আটকা পড়ে যায়।
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়কের ওপর ট্রাক বিকল হওয়ার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তখন বিকল্প পথে স্থানীয় যানবাহনগুলোকে শহরের দিকে পাঠানো হয়। সন্ধ্যার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।