সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ্বাংলা ব্যাংকের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলো কুমিল্লার মেঘনা থানা এলাকার জগদীশ চন্দ্র দাসের ছেলে চিন্তা চন্দ্র দাস (৬০); অপরজন অজ্ঞাতনামা এক পুরুষ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পরিদর্শক শরফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ্বাংলা ব্যাংকের সামনে ঢাকাগামী কাভার্ড ভ্যানের পেছনে খালি একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান পিকআপ ভ্যানের আরোহী চিন্তা চন্দ্র দাস। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, খালি পিকআপ ভ্যানটি যাত্রাবাড়ীতে মাছ আনার জন্য যাচ্ছিল। পিকআপ ভ্যানে থাকা চিন্তা চন্দ্র দাস মাছ ব্যবসায়ী ছিলেন। অজ্ঞাতনামা ব্যক্তি পিকআপ ভ্যানের চালক নাকি আরোহী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা শরফুদ্দিন আরও বলেন, নিহত অপর ব৵ক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়েছে।