কক্সবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রামুর খুনিয়াপালং এলাকায় মিনি ট্রাকের (ডাম্পার) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আজ বেলা পৌনে ১টা পর্যন্ত নিহত একজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাপালং গ্রামের আনু মিয়ার ছেলে বদিউল আলম (৫০)। হতাহত ব্যক্তিদের সবাই সিএনজির যাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল পৌনে সাতটার দিকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী অটোরিকশাটির সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও এক যাত্রী। তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাত্রীরা সবাই উখিয়ার কোটবাজার থেকে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন প্রথম আলোকে বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের (বদিউল আলম) পরিচয় শনাক্ত হয়েছে। অপর দুজনের পরিচয় শনাক্তকরণের কাজ চালাচ্ছে পুলিশ। শনাক্ত না হওয়া নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৩০ এবং অপরজনের বয়স ৪০ হতে পারে। ধারণা করা হচ্ছে, তাঁদের দুজনের বাড়িও উখিয়া উপজেলায় হতে পারে। ময়নাতদন্তের জন্য নিহত তিনজনের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘটনার পরপরই মিনি ট্রাকটি টেকনাফের দিকে পালিয়ে গেছে। পবিত্র রমজান মাসে সড়ক ফাঁকা থাকায় কেউ ট্রাকটি আটকাতে পারেননি। ট্রাকটি শনাক্তের কাজ চলছে।