বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতিসহ ৫ নেতার জামিন

আদালত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের করা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানসহ পাঁচ নেতা–কর্মী জামিন পেয়েছেন। এ ছাড়া একই মামলায় রূপগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমানসহ ৩৫ নেতা–কর্মী আদালতে হাজিরা দিয়েছেন। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমানের আদালত তাঁদের জামিন দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় রূপগঞ্জ থানায় বিএনপির ৭৫ নেতা–কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় জামিন পাওয়া পাঁচজনের মধ্যে অপর চারজন হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক, জেলা যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম ও তারাব বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন ।

এ মামলায় আজ রূপগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান, তারাব বিএনপির সদস্যসচিব জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, জেলা ছাত্রদেলর সাংগঠনিক সম্পাদক মো. সোহেলসহ ৩৫ নেতা–কর্মী আদালতে হাজিরা দেন।

মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতা–কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে রূপগঞ্জ থানায় মিথ্যা বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় হাজিরা না দেওয়ায় জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানসহ পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তাঁরা আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন নেন এবং একই মামলায় তিনিসহ ৩৫ নেতা–কর্মী আদালতে হাজিরা দেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপির পাঁচ নেতা আদালতে জামিন মঞ্জুর করেছেন। অন্য ৩৫ জন ধার্য তারিখে আদালতে হাজিরা দিয়েছেন।

মামলার আইনজীবী হেলালউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতিসহ ৭৫ নেতা–কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই বছরেই পুলিশ তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।