রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজ ব্যাঙের মতো: পররাষ্ট্রমন্ত্রী

রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিট কমিটির অভিষেক ও রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ সকালে চট্টগ্রামের আন্দরকিল্লায়ছবি: সংগৃহীত

রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলো ব্যাঙের মতো আওয়াজ করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লার রেড ক্রিসেন্ট সোসাইটির মাঠে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিট কমিটির অভিষেক ও রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ব্যাঙ প্রাণী হিসেবে ছোট হলেও আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু পরিত্যক্ত মানুষ আছেন। যাঁরা ঘুরে ঘুরে সব দল করেন। আর রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোরও ব্যাঙের মতো আওয়াজ বড়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটা বক্তব্য গতকাল পত্রিকায় পড়লাম। পরশু রাতে টেলিভিশনে শুনলাম। সরকারের নাকি একদম ভিত নেই। সরকারের ভিত নেই বিধায় পরপর চারবার আমরা রাষ্ট্রক্ষমতায়। তারা তো টেনে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু টান দিতে গিয়ে তারাই ধপাস করে পড়ে গেছে। এখন কোমর যে ভেঙে গেছে, সে অবস্থা থেকে আস্তে আস্তে একটু দাঁড়ানোর চেষ্টা করছে। গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনে কার আগে কে দৌড় দেয়, সেই প্রতিযোগিতা আমরা দেখেছি।’

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, মাহমুদুর রহমান মান্নাসহ আরও কিছু দল ও ব্যক্তি আছেন। যাঁদের নিজের ও দলের কোনো ভিত্তি নেই। ঘুরে ঘুরে দল করেন তাঁরা। মান্না ভাই মাশা আল্লাহ এ পর্যন্ত মাত্র সাতটি দল বদল করেছেন। কত দিন জাসদ ভেঙে বাসদ, আবার বাসদ ভেঙে এখন গণতন্ত্র মঞ্চ। সেটি ভেঙে কখন আবার পালিয়ে যান, সেটা বলা যায় না। রাজনীতিতে তাঁরা পরিত্যক্ত ব্যক্তিবিশেষ। তাঁদের কথার কোনো মূল্য নেই।

হাছান মাহমুদ বলেন, তাঁদের দল ছোট। যখন সমাবেশ করেন, তাঁদের মানুষ থাকেন ২০ থেকে ৩০ জন, সাংবাদিক থাকেন ৫০ জন। এ নিয়ে তাঁদের সমাবেশ হয়। কিন্তু গলা অনেক বড়। তাঁদের একজন ঢাকা সিটি করপোরেশনে ভোটে দাঁড়িয়েছিলেন। প্রাপ্ত ভোট দুই হাজার পূর্ণ করতে পারেননি। কিন্তু আওয়াজ অনেক বড়। আবার টেলিভিশনে দেখা যায়, ভলিউমও তাঁদের একটু বড় থাকে।

মন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর ৮০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে বলেছেন, আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে ব্যক্তিবিশেষ রাজনীতির ব্যাঙদের মাথা খারাপ হয়ে গেছে। এ জন্য তাঁরা ব্যাঙের মতো বেশি বেশি লাফাচ্ছেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আসলাম খান। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক এম ইউ কবির চৌধুরী।