বাগমারায় প্রতিবন্ধী চালককে অচেতন করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় প্রতিবন্ধী এক ভ্যানচালককে অচেতন করে ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার দুপুরে অচেতন অবস্থায় পুলিশ ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। পরে তাঁর চেতনা ফেরে।

ওই ভ্যানচালকের নাম মিঠু চন্দ্র প্রামাণিক (২৫)। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারার সাইধারা গ্রামে।

মিঠু চন্দ্র প্রামাণিক বলেন, গত শুক্রবার সন্ধ্যার আগে মান্দার কামারপাড়া এলাকা থেকে দুজন যাত্রী তাঁর ভ্যানে করে বাগমারার মচমইলে আসেন। সেখানে হঠাৎ ওই দুই যাত্রী তাঁর চোখে–মুখে কী যেন ছিটিয়ে দেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। গতকাল সকালে তাঁকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এক ব্যক্তি মোটরসাইকেলে করে তাহেরপুরে তাঁকে এক পরিচিত ব্যক্তির বাড়িতে পৌঁছে দেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিঠু চন্দ্র ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। গতকাল দুপুরে মচমইল এলাকায় মিঠুকে পড়ে থাকতে দেখতে পান এক পথচারী। তিনি মিঠুর কাছ থেকে তাঁর এক স্বজনের নাম ও পরিচয় নিয়ে তাঁকে সেখানে পৌঁছে দেন।

মিঠু চন্দ্র প্রামাণিকের স্ত্রী নিকিতা রানী প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী শারীরিক প্রতিবন্ধী। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভ্যানই ছিল তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছেন না।

তাহেরপুর পুলিশি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জিলানুর রহমান প্রথম আলোকে বলেন, মিঠুর হাতে আঘাতের চিহ্ন আছে। ছিনতাইকারীরা অচেতন করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। এই বিষয়ে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।