শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়া শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কাঁঠালতলা এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীতগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই অটোরিকশার যাত্রী ছিলেন। ওই ব্যক্তির (৩৫) নাম-পরিচয় দুপুর বেলা সোয়া একটা পর্যন্ত পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী দুজন জানান, অটোরিকশাটি শহরের ধুনটরোড বাসস্ট্যান্ড দিকে আসছিল। এ সময় বিপরীতগামী ঢাকামুখী একটি বাস মোটরসাইকেলচালক ও তাঁর আরোহীকে বাঁচাতে গিয়ে ওই অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে এই অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপর আহত পাঁচজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ দুর্ঘটনার পর ওই বাসচালক ঘটনাস্থলে বাসটি ফেলে পালিয়ে যায়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, বাসটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির পরনে একটি লুঙ্গি ও সবুজ রঙের গেঞ্জি রয়েছে। বেলা সোয়া একটা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।