হেঁটে বিএনপির সমাবেশে যোগ দিতে বাগেরহাট থেকে খুলনায় এসেছেন জাহাঙ্গীর হোসেন শেখ। রাত আড়াইটার দিকে দুলাল শেখ নামের একজনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ভোরের দিকে খুলনায় পৌঁছেছেন।
আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে জাহাঙ্গীর শেখের সঙ্গে দেখা হয় খুলনা নগরের সাতরাস্তা মোড় এলাকায়। তাঁর বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নে। বাগেরহাট শহর থেকে ওই গ্রামের দূরত্ব ১২ কিলোমিটারেরও বেশি। আর খুলনা শহর থেকে বাগেরহাটের দূরত্ব ৪৭ কিলোমিটার। তিনি বনগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দুলালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খুলনার উদ্দেশে বের হয়েছিলাম। কিন্তু বাগেরহাট শহর পার হতে পারিনি। শহরে মোটরসাইকেল আটকে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। পরে বাড়ি ফিরে যাই। কীভাবে সমাবেশে যাওয়া যায়, সেটা নিয়ে দিনভর ভাবতে থাকি। পরে রাত আড়াইটার দিকে দুলাল শেখকে সঙ্গে নিয়ে খুলনার উদ্দেশে হাঁটা শুরু করি।’
লুঙ্গি পরে আসার কারণ সম্পর্কে জাহাঙ্গীর হোসেন শেখ বলেন, ‘বাড়ি থেকে আসতে দিতে চাইছিল না। পথে বাধা দেওয়া হতে পারে, এমন আশঙ্কায় লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়েছি। লুঙ্গি পরে আসার ফলে কোথাও কেউ বাধা দেয়নি। ভোরের দিকে খুলনায় এসে পৌঁছেছি। এখন কে কোথায় আছে, মোবাইল ফোনে সেটা জানার চেষ্টা করছি। পরে একসঙ্গে দল বেঁধে সমাবেশ স্থলে যাব।’