বগি লাইনচ্যুত হওয়ায় লালমনি এক্সপ্রেসের যাত্রা ৩ ঘণ্টা বিলম্বে, তদন্ত কমিটি গঠন

আজ সকালে স্টেশনের ওয়াশপিট থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে আনার সময় একটি শোভন চেয়ারকোচ বগি লাইনচ্যুত হয়
ছবি: প্রথম আলো

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনটি ছেড়ে যেতে নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘণ্টা বেশি লেগেছে। সকাল ১০টা ২০ মিনিটে ট্রেনটির ছাড়ার সময় থাকলেও লাইনে বগিটি প্রতিস্থাপন করে ট্রেনটি ছাড়তে বেজে যায় বেলা দেড়টা। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টার দিকে স্টেশনের ওয়াশপিট থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে আনা হচ্ছিল। এ সময় একটি শোভন চেয়ারকোচ বগি লাইনচ্যুত হয়। বগিটি সঠিক লাইনে প্রতিস্থাপন করতে সময় লাগায় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি লালমনিরহাট স্টেশন ছেড়ে যায়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. আবদুস সালাম বলেন, এ ঘটনায় বিভাগীয় রেলওয়ে দপ্তরের পরিবহন কর্মকর্তা আবদুলাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এতে কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।