ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
ফাইল ছবি

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

এ নিয়ে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে ২৭ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত ব্যক্তিদের মধ্যে গতকাল সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চন্দনা সিকদার (৫০)। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সিকদার বাড়ি গ্রামের বাসিন্দা সুবীর সিকদারের স্ত্রী। তিনি ৮ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

মারা যাওয়া অন্য দুই নারী হলেন ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামের আছিয়া বেগম (৫০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যসপুর গ্রামের বাসিন্দা মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া বেগম (৫০)। তাঁরা দুজনই ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার হাসপাতালে আসেন। গতকাল বিকেল পাঁচটার দিকে দুজনের মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬৭ জন রোগী। এর মধ্যে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৪ ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন। এ ছাড়া শহরের বাইরে উপজেলা পর্যায়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮ ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন চিকিৎসা নিচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, ২১ জুলাই থেকে গতকাল পর্যন্ত তাঁদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ২০১ জন।