সমুদ্র আইনবিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান আর নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমুদ্র আইনবিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন কাজলা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম প্রধান প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাবিবুর রহমান বার্ধক্যজনিত রোগে গতকাল রাত ১১টার দিকে মারা গেছেন। তিনি সমুদ্র আইনবিশেষজ্ঞ ছিলেন। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র জয়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি এতই কর্মময় ছিলেন যে গতকালও তিনি আইন বিভাগে পড়িয়েছেন। তাঁর শূন্যতা পূরণ করা সম্ভব নয়।

আইন বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আজ বুধবার সকালে অধ্যাপক হাবিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁকে গ্রামের বাড়ি বগুড়ায় দাফন করা হবে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। তিনি ২০১২ সালে আইন বিভাগ থেকে অবসরে যান। তবে বিভাগে তিনি সমুদ্র আইন বিষয়ে খণ্ডকালীন ক্লাস নিতেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম বলেন, হাবিবুর রহমান আইন অনুষদের সাবেক ডিন ছিলেন। এ ছাড়া তিনি আইন ও বিচার বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। সমুদ্র আইনে তাঁর দখল ছিল। বঙ্গোপসাগরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র জয়ে মূল বিশেষজ্ঞ দলে কাজ করেছেন তিনি। সমুদ্র আইন ছাড়াও তিনি আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞ ছিলেন।

তাঁর জানাজায় অংশ নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, তাঁর মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শূন্যতার। তিনি পড়ানোর পাশাপাশি দেশের জন্য ভূমিকা রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য।