স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় যুবদল নেতাকে বহিষ্কার

বরগুনা জেলার মানচিত্র

বরগুনার পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. লিটন আহমেদকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। লিটন আহমেদের স্ত্রী ফারজানা আহমেদ পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত সোমবার যুবদলের সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক আজ বুধবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৯ মে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যুবদল নেতা মো. লিটন আহমেদের স্ত্রী ফারজান আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ১৩ মে নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে স্ত্রী ফারজানা আহমেদের পক্ষে গণসংযোগ করে ভোট চাইছেন যুবদল নেতা লিটন আহমেদ। বিএনপি এবার উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে ভোটের দিন ভোটদান থেকে বিরত থাকতে ভোটারদের উৎসাহিত করছে। এমন অবস্থায় লিটন আহমেদ স্ত্রীর পক্ষে নির্বাচনের মাঠে নেমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুবদল।

জানতে চাইলে মো. লিটন আহমেদ বলেন, ‘আমাকে বহিষ্কারের খবর শুনেছি, এটা দলীয় সিদ্ধান্ত। তবে আমি দলকে ভালোবাসি এবং যত দিন বেঁচে থাকব দল করে যাব।’

পাথরঘাটা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনে অংশগ্রহণ বা ভোট চাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় যুবদল খুবই কঠোর অবস্থানে রয়েছে। প্রকাশ্যে ভোটের মাঠে আর কেউ থাকলে দল তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।