গাজীপুরে আগুনে পুড়েছে ৩ দোকান ও খাঁচায় থাকা পাখি

গাজীপুরের শ্রীপুরের ছাপিলাপাড়া গ্রামে আগুনে পুড়েছে একটি মার্কেটের তিনটি দোকান। এ সময় পুড়েছে খাঁচায় থাকা পোষা কয়েকটি পাখি। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকেছবি: স্থানীয়দের কাছ থেকে সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ভস্মীভূত হয়েছে খাঁচায় থাকা কয়েকটি পোষা পাখি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার ছাপিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো ইলিয়াস আলী নামের স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন একটি ছোট মার্কেটে অবস্থিত। ওই দোকানগুলোতে গার্মেন্ট ট্রেনিং সেন্টার, খাবার হোটেল ও ইলেকট্রনিক মালামালের ব্যবসা ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মার্কেটে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি খাবার হোটেল ছিল। ঈদের ছুটিতে বন্ধের পর আজ বুধবার হোটেলটি খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তিনি হোটেলের পেছনে একটি ছোট কক্ষে থাকতেন। গতকাল রাতে ওই কক্ষ থেকেই আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় পাশাপাশি থাকা তিনটি দোকান। গার্মেন্ট ট্রেনিং সেন্টারটির ভেতরে পোষা পাখির খাঁচায় থাকা কয়েকটি পাখিও পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুড়ে যাওয়া মার্কেটের মালিক ইলিয়াস আলী বলেন, আগুনে তাঁর মার্কেটের তিনটি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগুনে তিনটি দোকান পুড়েছে। আমরা ২৫ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছি। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত সাপেক্ষে আরও নিশ্চিত হওয়া যাবে।’