‘সাহসী শিক্ষকেরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন’

প্রিয় শিক্ষক সম্মাননা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অতিথিরা। মঙ্গলবার বিকেলে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

নিঃস্বার্থ শিক্ষকেরাই জাতি গঠনে সারা জীবন অসামান্য অবদান রাখেন। প্রথম আলো সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষকদের খুঁজে বের করে সম্মাননা দিচ্ছে। এই সম্মাননা এ প্রজন্মের শিক্ষকদের সাহসী করে তুলবে।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সম্মেলনকক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২ উপলক্ষে কুমিল্লায় ওই সমাবেশ হয়।

অনুষ্ঠানের শুরুতে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর নানাজনের কথার ফাঁকে প্রদর্শন করা হয় ‘জার্নি ভিডিও’, ‘মজুমদার স্যার’ ও ‘আকতার স্যার’ শিরোনামের তিনটি ভিডিও। অনুষ্ঠানে প্রিয় শিক্ষক সম্মাননা ফরম দেওয়া হয় মনোনয়নের জন্য। পুরো আয়োজনে সহযোগিতা করেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সদস্যরা।

আরও পড়ুন

বিকেল চারটায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছেরের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী। তিনি বলেন, ‘শিক্ষকদের শিক্ষার্থীর মনে কৌতূহল বাড়াতে হবে। সাহসী শিক্ষকেরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। প্রাপ্তির জন্য তাঁরা মুখিয়ে থাকেন না। জীবনের কোনো না কোনো সময়ে সত্যিকারের শিক্ষকদের কেউ না কেউ খুঁজে বের করে। প্রথম আলো ও আইপিডিসি সে কাজই করছে।’

অধ্যাপক মো. জামাল নাছের বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অসামান্য। শিক্ষকেরা চাইলে পুরো সমাজ, দেশ ও পৃথিবী বদলে দিতে পারেন। শিক্ষক যখন বলেন—তুই অমুক ব্যাচের না। তখন মনটা ভরে যায়। একমাত্র শিক্ষকেরাই শিক্ষার্থীদের আজীবন মনে ধরে রাখতে পারেন।’

আরও পড়ুন
আইপিডিসি ও প্রথম আলোর আয়োজনে প্রিয় শিক্ষক সম্মাননা সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি ও শিক্ষকেরা। মঙ্গলবার বিকেলে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, নারীনেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক সেলিম রেজা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত, বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস সোসাইটির চেয়ারম্যান এ বি এম খোরশেদ আলম, আইপিডিসির হেড অব ডিস্ট্রিবিউশন রাহাত জামিল, কুমিল্লা শাখার ব্যবস্থাপক সাদ বিন আলম, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লার ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজমা আহমেদ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, কুমিল্লা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান রীতা চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খন্দকার, ধনুয়াখলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম হায়দার, কুমিল্লা মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হ‌ুমায়ূন কবীর মাসউদ, কালিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সভাপতি মাহমুদা আক্তার।

আয়োজকেরা জানিয়েছেন, অনলাইনে (www.priyoshikkhok.com) নির্ধারিত ফরম পূরণ করে এ মনোনয়ন জমা দেওয়া যাবে। অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে। এ ছাড়া ওই ওয়েবসাইট থেকে পিডিএফ ফরম ডাউনলোড করে তা পূরণের পর ডাকযোগেও মনোনয়ন পাঠানো যাবে। এ মনোনয়ন কার্যক্রম চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।