আক্কেলপুরে একই ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ, ধারণা আত্মহত্যা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামের ওই বাড়ির শয়নকক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটি একই ওড়নায় ঝুলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা আত্মহত্যা করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন সোহেল মণ্ডল (৩৮) ও তাঁর স্ত্রী পারুল বিবি (৩৬)। সোহেল মণ্ডল দিনমজুর হিসেবে কাজ করতেন।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আলাদীপুর গ্রামের বাসিন্দা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, আজ সকালে সোহেল মণ্ডল ও পারুল বিবি বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের সঙ্গে গল্প করে বাড়িতে চলে যান। বেলা ১১টার দিকে তিনি খবর পান, সোহেল ও তাঁর স্ত্রী ঘরে আড়ার সঙ্গে একই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বাড়িতে গিয়ে লাশ দুটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কী কারণে তাঁরা আত্মহত্যা করেছেন, সেটি জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন আক্কেলপুর থানার উপপরিদর্শক নিরঞ্জন কুমার মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে কী কারণে আত্মহত্যা, সেটি এখনো জানা যায়নি।