মাছ ধরার জালে উঠে এল ভাইবোনের মরদেহ

কক্সবাজারের রামুর রাজাকুলের রেললাইনের পাশে ডোবাতে পড়ে নিহত দুই শিশু রিহাব আবদুল্লাহ (৭) ও মারিয়া জান্নাত (৫)ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভি পাড়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রেললাইনের পাশে ডোবাতে মাছ ধরার জন্য জাল ফেলেন স্থানীয় জেলে হাসমত উল্লাহ। কিছুক্ষণ পর তাঁর জাল আটকে যায় ভারী কিছুতে। প্রথমে তিনি খুশি হন বড় কোনো মাছ ধরা পড়ার আশায়। কিন্তু জাল টেনে দেখেন মাছ নয়, অন্য কিছু। হাসমত উল্লাহর চিৎকারে এগিয়ে এলেন আশপাশের লোকজন। তারপর জাল কূলে তুলে দেখেন দুই শিশুর মরদেহ। রাতে তাদের পরিচয় শনাক্ত হয়।

দুই শিশু আপন ভাইবোন। তারা ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলভি পাড়ার সৌদিপ্রবাসী মোহাম্মদ আবদুল্লাহর ছেলে রিহাব আবদুল্লাহ (৭) ও মেয়ে মারিয়া জান্নাত (৫)। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুই ভাইবোনকে একসঙ্গে মৌলভি পাড়ার রেললাইনের পাশে ঘুরতে দেখেন স্থানীয় লোকজন। সম্ভবত খেলার সময় কিংবা অসাবধানতাবশত কেউ একজন ডোবার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে নেমে আরেকজন ডুবে যায়। সন্ধ্যায় ওই ডোবাতে এক জেলে মাছ ধরতে গিয়ে দুই শিশুর সন্ধান মেলে। ইটভাটার জন্য মাটি নিতে গিয়ে ওই ডোবার সৃষ্টি হয়।

জেলে হাসমত উল্লাহ বলেন, বৃষ্টির কারণে ওই ডোবাতে বেশি পানি জমে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ডোবাতে জাল ফেললে ভারী কিছুতে জাল আটকে যায়। পানিতে নেমে জালে মানুষের দেহ আটকা পড়তে দেখে তিনি প্রথমে ভয় পান। এরপর আশপাশের লোকজনের সহায়তায় জাল তুলে দেখতে পান দুই শিশু আটকে আছে। রাত আটটার দিকে দুই শিশুর পরিচয় শনাক্ত করেন এলাকার মানুষ। পরে মরদেহ দুটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে জানিয়ে রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, রাতেই দুই শিশুর মরদেহ দাফন করা হয়েছে।

একাধিকবার যোগাযোগ করেও রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানের বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি। তবে এ ঘটনায় তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, দুই শিশুর মৃত্যুর তথ্য তাঁর জানা নেই। নিহত শিশুর পরিবারের কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।