ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার রিমান্ড

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীছবি: সংগৃহীত

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর শুনানি শেষে এই আদেশ দেন। ফখরুল আনোয়ার চট্টগ্রামের ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা।

গত শনিবার রাতে নগরের টাইগারপাস এলাকায় একটি কমিউনিটি সেন্টারে নিজ ছেলের বিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন ফখরুল আনোয়ার। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির সঙ্গে ফখরুলের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। বর, কনেসহ উপস্থিত আমন্ত্রিত সব অতিথি। হঠাৎ বিয়ের অনুষ্ঠানে ফখরুল আনোয়ারকে ঘিরে রাখে কিছু লোক। পরে পুলিশ তাঁকে আটক করে খুলশী থানায় নিয়ে আসে। গত রোববার কোতোয়ালি থানার মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের আবেদন করা হলে সোমবার আদালতে হাজির করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার কোতোয়ালি থানার মামলায় ফখরুল আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত দু্ই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন করছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. তাফহীমুল ইসলাম। এ সময় ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র, ককটেল, কিরিচ, হকিস্টিক, রামদা নিয়ে হামলা করা হয়। তাফহীমুলের ডান হাতের কবজিতে গুলি লাগে, যা হাতের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে উদ্ধার করে সহপাঠীরা নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁকে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাফহীমুলকে। ওই ঘটনায় একই বছরের ২৩ সেপ্টেম্বর ওই ছাত্র বাদী হয়ে ৭৩৫ জনের নামসহ ১ হাজার ২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলার ১০ নম্বর আসামি ফখরুল আনোয়ার।