কলমাকান্দায় বনভোজনের গাড়ির চাপায় হোটেলশ্রমিক নিহত

নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বনভোজনে আসা একটি গাড়ির চাপায় এক হোটেলশ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলা সদরের সরকারি খাদ্যগুদাম মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বকুল চন্দ্র সরকার (৪০) উপজেলা সদরের নোয়াগাঁও গ্রামের মৃত ভুপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে বকুল তাঁর বাড়ি থেকে হেঁটে কলমাকান্দা বাজারের কর্মস্থল সৌরভ হোটেলের উদ্দেশে রওনা হন। সকাল সাতটার দিকে খাদ্যগুদাম মোড় এলাকায় পৌঁছালে সীমান্তবর্তী পাচগাঁও এলাকার উদ্দেশে টাঙ্গাইল থেকে আসা একটি বনভোজনের বাস তাঁকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বকুল চন্দ্র সরকার মারা যান।

কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এমজাদ মিয়া বলেন, কলমাকান্দা-মহেষখলা সড়কের খাদ্যগুদাম সীমানাপ্রাচীর–সংলগ্ন সড়কটির প্রস্থ কম থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। খাদ্যগুদামের সীমানাপ্রাচীর কমপক্ষে পাঁচ ফুট সরিয়ে না নিলে দুর্ঘটনা ঘটতে থাকবে। গত চার বছরে এ নিয়ে স্থানটিতে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানান তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত বকুল চন্দ্র সরকারের লাশ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।