চুয়াডাঙ্গায় চারটি সোনার বারসহ আটক ৩

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের অভিযানে শুক্রবার রাতে জব্দ করা সোনার বার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চারটি সোনার বারসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের মাজহারুল ইসলাম খান ওরফে পল্টু (৩২), আছির উদ্দিন (৪২) ও একই ইউনিয়নের বারান্দী গ্রামের শাহাবুদ্দীন খান (৩৬)।

ডিবি পুলিশ জানায়, জব্দ করা সোনার বারগুলোর মোট ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এর বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। অভিযান চলাকালে ডিবি পুলিশের সামনেই শাহাবুদ্দীন খান তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে মাজহারুল ও আছির উদ্দিনকে কুপিয়ে জখম করেন। এতে আহত দুজনকে পুলিশের তত্ত্বাবধানে রাতেই প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চুয়াডাঙ্গার ১০০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য শাহাবুদ্দীন খানকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

অভিযান শেষে জেলা পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা রাতেই সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, চোরাচালানের সঙ্গে জড়িত দুটি পক্ষের মধ্যে অবৈধভাবে স্বর্ণের লেনদেন হচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নির্দেশে ডিবি পুলিশের একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে স্বর্ণের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখতে পায়। এ সময় চোরাকারবারিদের একজন অপর দুজনকে হাঁসুয়া দিয়ে আঘাত করেন। পরে তিনজনকেই ডিবির হেফাজতে নেওয়া হয়। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা।