‘এখনো জানি না ভোট দিতে যাব কি না’

বাঁশখালীতে ভাইস চেয়ারম্যান পদে আরিফুজ্জামানের জনসংযোগ। গতকাল শুক্রবার বিকেলে খানখানাবাদ এলাকায়ছবি: প্রথম আলো

‘কিছুদিন আগে এমপির ভোট সুন্দর অইয়ি, ভোট দিতো গেলাম। এবারও ভোটর পরিবেশ সুন্দর, তাহিলি ভোট দিতু যাইয়ুম। গন্ডগোল দেহিলি ঘরত্তুন বাইরেও অইতামনু।’ (কিছুদিন আগে সংসদ নির্বাচন ভালো হয়েছিল, ভোট দিয়ে এসেছি। এবারও পরিবেশ সুন্দর থাকলে ভোট দিতে যাব। বিশৃঙ্খলা দেখলে ঘর থেকে বেরও হব না)।

এভাবেই কথাগুলো বলছিলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ভোটার মোহাম্মদ মমতাজ (৫৭)। একই কথা বলেন কাথরিয়া বাজারে কেনাকাটা করতে আসা ষাটোর্ধ্ব নুরুল আলম। তিনি বলেন, ‘বিএনপি নাই, ভোটের আমেজও তেমন নাই। প্রচার–প্রচারণাও বেশি নাই। এখনো জানি না ভোট দিতে যাব কি না।’

৫ জুন বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১১৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালী উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৩২১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার আছেন।

গতকাল শুক্রবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া, বৈলছড়ি ও উপজেলা সদর ঘুরে দেখা যায়, প্রার্থীদের পক্ষে মাইকিং করে ভোট চাওয়া হচ্ছে। খানখানাবাদ এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামানকে দেখা গেছে জনসংযোগ করতে। বাণীগ্রাম বাজারে কথা হয় ভোটার যীশু মিত্রর সঙ্গে। তিনি বলেন, ‘ভোটের বাকি চার দিন, আমি শুধু দুজন প্রার্থীকে দেখেছি।’

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ ১৪ জন প্রার্থী লড়ছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম (দোয়াত–কলম), বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরানুল হক (আনারস), দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী (মোটরসাইকেল)।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘আমরা নির্বাচনকে ঘিরে সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব।’