ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি। সোমবার সকালে চাষাঢ়া রেলষ্টেশন এলাকায়। ছবি: প্রথম আলো

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) নারায়ণগঞ্জ শহর কমিটি। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এই সমাবেশ করে তারা।
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর দাবিতে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আবদুল হাই।

সমাবেশে বক্তব্য দেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায়, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ শহর কমিটির সদস্য মৈত্রী ঘোষ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করত। করোনা মহামারির কারণে ট্রেনের সংখ্যা কমিয়ে আনা হয়। বর্তমানে এ পথে প্রতিদিন পাঁচ জোড়া (যাওয়া-আসা) ট্রেন চলাচল করছে।

সমাবেশে সিপিবির নেতারা আরও বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যখন দিশাহারা, তখন সরকার আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে দেশবাসীকে বিপদে ফেলেছে। এই সুযোগে বাসমালিকেরা সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করছেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাসভাড়া আদায় করা হচ্ছে। অনেকের পক্ষে বেশি বাসভাড়া দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না।

সমাবেশে সিপিবির নেতারা বলেন, অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আগের মতো ১৬ জোড়া (আসা-যাওয়া) ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ডাবল লাইন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে। নারী যাত্রীদের জন্য দুটি আলাদা বগি রাখতে হবে। যাত্রী সেবার মান বৃদ্ধি করতে হবে। ভাড়া বৃদ্ধির পাঁয়তারা ও কালোবাজারে টিকিট বিক্রি বন্ধ করতে হবে। বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা, দুর্নীতি, ভূমি দখল ও রেলের সম্পদ নিয়ে লুটপাট বন্ধ করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে রেলওয়ে চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা সুজন প্রথম আলোকে বলেন, ‘ট্রেন ও বগি বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে আমরা কিছু জানি না, কর্তৃপক্ষ বলতে পারবে।’