দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল তরুণের

সড়ক দুর্ঘটনায় নিহত শাহিন মিয়া
ছবি: সংগৃহীত

বাবা-মায়ের বড় ছেলে শাহিন মিয়া (১৯)। বাবার পাশে পাশে থেকে ব্যবসার কাজে সহায়তা করতেন তিনি। নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনার মারা গেছেন তিনি। শাহিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া গ্রামের ফল ও সবজির আড়তদার দুলাল মিয়ার ছেলে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শাহিনদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে দুলাল মিয়া ও তাঁর স্ত্রী রানু বেগম হাউমাউ করে কাঁদছেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। বিলাপ করতে করতে রানু বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে শাহিন ছিল বড়। সরাইল বাজারে তাঁদের ফল ও সবজির পাইকারি দোকান আছে। বাবা একা ব্যবসা সামাল দিতে পারে না বলে তাঁকে সাহায্য করতে পড়াশোনা ছেড়ে ব্যবসায় যোগ দেন শাহিন। আজ শুক্রবার ভোরে দোকানে জন্য সবজি কিনতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে নরসিংদীর নারায়ণপুর বাজারে যান তিনি। সবজি কিনে পিকআপে ভরে রাস্তার পাশে গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক শাহিনের পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি তাঁর ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনেরা খবর পেয়ে লাশ বাড়িতে আনেন। আজ জুমার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শাহিনের লাশ দাফন করা হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানটির চালক বিল্লাল মিয়া (২২)। তিনি একই গ্রামের সুজন মিয়ার ছেলে। তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোক বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি।’