ঢাকায় বিমানবন্দরে আটক নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র

নেত্রকোনা পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় কর্তব্যরত পুলিশ তাঁকে আটক করে। নেত্রকোনার পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে আক্রান্ত। ইতিপূর্বে তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন। আজ সকালে তিনি চিকিৎসার উদ্দেশে বিমানে করে ভারতে যেতে চেয়েছিলেন। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই কর্তব্যরত পুলিশ তাঁকে আটক করে।

এসব তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, নজরুল ইসলাম খানকে বিমানবন্দর থেকে নেত্রকোনায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি নেত্রকোনা মডেল থানায় দায়ের করা কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা গেছে, নেত্রকোনা মডেল থানায় গত ১৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় নজরুল ইসলাম খানকে অন্যতম আসামি করা হয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খান নেত্রকোনা পৌরসভা থেকে এ পর্যন্ত তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর ছেলে জামিউল ইসলাম খান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর ভাই মাসুদ খান জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।