চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে মিনা বেগম (৪৫) নামের স্থানীয় ইটভাটার এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপর ১২টায় উপজেলার সিপাইকান্দি নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীকে উদ্ধার করতে চাঁদপুর ফায়ার সার্ভিস বিভাগের একটি ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।

মিনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার কিরণ মিয়ার প্রথম স্ত্রী। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিনা বেগম পাঁচ বছর ধরে মতলব উত্তর উপজেলার সাহেববাজার এলাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করছেন। একমাত্র ছেলে কাউছার মিয়াকে (১২) নিয়ে ওই ইটভাটার ভেতরের একটি কক্ষে থাকছিলেন তিনি।

ওই ইটভাটার একাধিক শ্রমিক সূত্র জানায়, আজ দুপুর ১২টায় ছেলেকে নিয়ে ইটভাটার কাছের ধনাগোদা নদীতে গোসল করতে নামেন মিনা বেগম। এ সময় বিল্লাল হোসেনসহ আরও কয়েকজন শ্রমিক সেখানে গোসল করছিলেন। গোসল শেষে সবাই তীরে উঠলেও মিনা বেগম পানিতে ডুবে যান।

খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে তাঁরা ঘটনাটি চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও ইটভাটা কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই নারীকে উদ্ধারে অভিযানে নামেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবির হোসেন প্রথম আলোকে বলেন, নদীতে ডুবে যাওয়া নারীকে উদ্ধারে তাঁর দল কয়েক ঘণ্টা ধরে অভিযান চালিয়েছেন। বিকেল তিনটা থেকে আবার নদীতে উদ্ধার অভিযানে নামবেন।

মিনা বেগমের ছেলে কাউছার মিয়া বলে, ‘মা ও আমি একসঙ্গে নদীতে গোসলে নামছিলাম। মা ভালা কইরা সাঁতার জানত না। গোসলের সময় হঠাৎ আমার চোখের সামনে পানিতে তলাইয়া গেল মা। তাঁরে আর খুঁইজ্জা পাইলাম না। মা-ই আমার সব। হেরে না পাইলে আমার কী অইব। ক্যামনে বাঁচুম। আমার মারে আইন্না দেন।’