শাহজাদপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বজ্রপাত
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামাণিক (৬০) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে।

সুলতান প্রামাণিক চর আঙ্গারু গ্রামের মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুলতান প্রামাণিক অত্যন্ত দরিদ্র কৃষিশ্রমিক। আজ সকালে অন্য দিনমজুরদের সঙ্গে তিনি স্থানীয় এক কৃষকের জমির ধান কাটতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে অন্যরা সুস্থ আছেন।

কায়েমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে সহায়তা করা হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।