সিলেটে নারী ইউপি সদস্যকে নির্যাতন, চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

সিলেট জেলার মানচিত্র

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের এক নারী সদস্যকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যানের ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী ইউপি সদস্য চারজনকে আসামি করে আজ দুপুরে থানায় মামলা করেন। বিকেল চারটার দিকে প্রধান আসামি মহিবুর রহমানকে (৫৫) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মহিবুর রহমান পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়ার ভাই। ভুক্তভোগী ইউপি সদস্যর নাম প্রবাসী রানী দাস। তিনি বর্তমানে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মামলার এজাহারে বলা হয়, আজ বেলা ১১টার দিকে মহিবুর রহমান সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রবাসী রানী দাসকে গ্রাম পুলিশের মাধ্যমে নিজ বাড়িতে ডেকে আনেন। এ সময় মহিবুর প্রতিবন্ধী ভাতা-সংক্রান্ত একটি বিষয়ে ওই ইউপি সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মহিবুর ওই নারী ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা চালান। ওই নারী ইউপি সদস্যকে পরে পরিবারের সদস্যদের নিয়ে বেদম মারধর করেন। ওই নারী ইউপি সদস্যের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ নারী ইউপি সদস্যের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে।

এ ঘটনায় দুপুরে প্রবাসী রানী দাস গোয়াইনঘাট থানায় মহিবুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় মহিবুর ছাড়াও তাঁর দুই ছেলে মোসাদ্দেক কিবরিয়া ওরফে মাহাদী ও মাশরাফি কিবরিয়া ওরফে মাহি এবং আরেক ভাইয়ের ছেলে ইনসাদ হোসেন ওরফে রাজীবকে আসামি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ নারী ইউপি সদস্যের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। এ মামলার আসামি মহিবুর রহমানকে বিকেল চারটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।