গানে, কবিতায় যেভাবে বসন্ত এল চট্টগ্রামে

প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে রঙিন শোভাযাত্রায় দশ্য দিয়ে বসন্ত বরণ করেন সাংস্কৃতিক কর্মীরা। আজ সকালে নগরের সিআরবির শিরীষতলায়ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে নানা আয়োজনে আজ বুধবার সকাল থেকে বসন্তবরণ শুরু হয়েছে। নগরের সিআরবি, লালদীঘি মাঠ ও পাহাড়তলী আমবাগান শেখ রাসেল পার্কে পয়লা ফাল্গুন উপলক্ষে পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। বিভিন্ন বয়সী নর–নারী বাসন্তী রঙের পোশাক পরে বসন্ত উৎসবে যোগ দিয়েছেন।

নগরের শেখ রাসেল পার্কে বোধন আবৃত্তি পরিষদের একাংশের বসন্ত উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, ‘বসন্ত আমাদের মনে চির দোলা দিয়ে যায়। বসন্ত উৎসব বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ। আমাদের জীবন যদি ধূসর হয়ে যায়, তখন বসন্ত অনুরণন ভেতরে অনুভব জাগায়। আমাদের দৈনন্দিন জীবনে বসন্তের প্রয়োজন আছে। এ জন্য আপনাদের বোধশক্তি জাগ্রত হলে, সে জাগরণ শক্তি দিয়ে ভালো মানুষ হয়ে দেশকে গড়ে তুলতে পারবে।’

বসন্ত উৎসবের মঞ্চে শিল্পীরা দলীয় আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন। কথামালায় অংশ নেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বোধনের সভাপতি সোহেল আনোয়ার, সহসভাপতি সুবর্ণা চৌধুরী প্রমুখ। পরে দুপুরে বের করা হয় শোভাযাত্রা।

বোধন আয়োজিত বসন্ত উৎসবে নাচ পরিবেশন করছেন শিল্পীরা। আজ সকালে নগরের পাহাড়তলীর শেখ রাসেল পার্কে
ছবি: সৌরভ দাশ

আহমেদ ইকবাল হায়দার বলেন, চট্টগ্রামে বসন্ত উৎসবকে জনপ্রিয় করার নেপথ্যে আবৃত্তি সংগঠনগুলোর অবদান বেশি। এ ক্ষেত্রে বোধন আবৃত্তি পরিষদ অন্যতম। বসন্ত উৎসবের কথা বলতে গেলে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে ওঠেন। তাঁর গান ও নাটকে বসন্ত বহুবার প্রাসঙ্গিক হয়ে এসেছে।

এদিকে বোধন আবৃত্তি পরিষদের অপর একটি অংশ লালদীঘি মাঠে বসন্ত আবাহনের আয়োজন করে। সকালে শিল্পী রোজী মজুমদারের সেতার বাদন এবং আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর আবৃত্তির মাধ্যমে বসন্ত উৎসবের শুভসূচনা হয়। এরপর আবৃত্তি, সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, শোভাযাত্রা, পিঠাপুলির সমারোহে দিনব্যাপী এ উৎসব উদ্‌যাপিত হয়। এখানে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

মঞ্চে শিশুশিল্পীদের নাচ পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। আজ সকালে নগরের পাহাড়তলীর শেখ রাসেল পার্কে
ছবি: সৌরভ দাশ

নগরের সিআরবি মোড়ে প্রতিবছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন। সকাল আটটায় গান, কবিতা ও বেহালাবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকালের পর্বের পর দুপুরে বসন্তকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়।

এরপর বিকেল চারটায় কথামালা অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।