ব্রা‏হ্মণবাড়িয়া-৪ আসনে আবার জয়ী হলেন আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক
ছবি: সংগৃহীত

ব্রা‏হ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আবার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন।

ব্রা‏হ্মণবাড়িয়া-৪ আসনে সংসদ সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী আইনমন্ত্রী আনিসুল হকের নিকটতম  প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকে শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। এই আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশন প্রার্থী সৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।

ব্রা‏হ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৫৮৬ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৫ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৯৩৭ জন এবং তৃতীয় লিঙ্গ ৪ জন। দুই উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৮টি।

কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৮২ জন। এর মধ্যে নৌকা প্রতীকে আনিসুল হক পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫৪৭ ভোট। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও আখাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২০৪ জন। এর মধ্যে নৌকার আনিসুল হক পেয়েছেন ৫৮ হাজার ১২০ ভোট।