সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মনিরুল ইসলাম (৩০) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ধানগড়া-ব্রহ্মগাছা সড়কের কয়ড়া শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম কাজিপুর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের খোদাবক্স মণ্ডলের ছেলে। তিনি বেলকুচি উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এ ছাড়া নাটোরের সিংড়া উপজেলার একটি মসজিদে তিনি জুমার নামাজে ইমামতি করতেন।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে মনিরুল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া থেকে ধানগড়া আসছিলেন। ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি দুর্ঘটনায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধানগড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

নিহত ব্যক্তির শ্যালক হাসান আলী বলেন, ‘তাঁর সংসারে একটি ছেলে রয়েছে। ভালো মানুষ বাড়ি থেকে বের হয়েছিল, এখন তাঁর লাশ নিতে আসছি আমরা।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।