দাফনের এক দিন পর লাশ পাওয়া গেল বাঁশঝাড়ে
রাজশাহীর বাঘা উপজেলায় দাফনের এক দিন পরে এক নারীর লাশ পাশের বাঁশঝাড়ে পাওয়া গেছে। লাশের গায়ে কাফনের কাপড় ছিল না। শনিবার দুপুরে নতুন কাফন কিনে দ্বিতীয়বার একই কবরে লাশ দাফন করা হয়।
বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার চকরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম সুকোদা বেওয়া (৯০)। স্বামীর নাম ছলেমান হোসেন। গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে চকরপাড়া কবরস্থানে ওই নারীর লাশ দাফন করা হয়। আজ ফজরের নামাজের পর তাঁর মেজ ছেলে জমির উদ্দিন মায়ের কবরের কাছে গিয়ে দেখেন, কবরে ঘেরা দেওয়া বাঁশ সরানো ও কবর খোঁড়া। প্রতিবেশী ও ভাইদের নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন, কবরে লাশ নেই।
আশপাশে খোঁজাখুঁজির পর কবর থেকে প্রায় ৫০ মিটার উত্তরে একটি বাঁশঝাড়ে লাশ দেখতে পান। মৃতের গায়ে কাফনের কাপড় ছিল না। পরে নতুন করে কাফনের কাপড়ে কিনে এনে তাঁকে দ্বিতীয়বার দাফন করা হয়।
সুকোদা বেওয়ার মেজ ছেলে জমির উদ্দিন বলেন, কবরে মায়ের লাশ ছিল না। বাঁশঝাড়ে লাশ পেলেও কাফনের কাপড় ছিল না। পরে বাজার থেকে কাফনের কাপড় কিনে একই কবরে তাঁকে দাফন করা হয়।
আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও চকরপাড়া মহল্লার বাসিন্দা লিটন হোসেন বলেন, বিষয়টি জানার পর কবরস্থানে গিয়ে দেখেন, লাশ ওঠানো। তাঁদের ধারণা, কুসংস্কারপন্থী কিংবা মাদকসেবীরা এমন কাজ করতে পারে।