বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না: আব্দুর রাজ্জাক

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে সেন্ট্রাল স্ট্রেস রিসার্চ কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে
ছবি: প্রথম আলো

বিএনপি সহিংসতামূলক পরিবেশ সৃষ্টি করে দেশকে অচল করার চেষ্টা করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দলটি কয়েক বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আন্দোলন করছে। কিন্তু সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে। বিএনপির হুমকি কোনো কাজে আসবে না। তারা আবারও যদি আগুন–সন্ত্রাস শুরু করে, তাহলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তভাবে তা মোকাবিলা করবে।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত সেন্ট্রাল স্ট্রেস রিসার্চ কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। দেশের এমন কোনো বাড়ি নেই, এমন ঘর নেই, যেখানে আওয়ামী লীগের নেতা–কর্মী নেই। সুতরাং কোনো দিনই আন্দোলন করে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। এত দিন ধরে দাবি আদায়ে পদযাত্রা, বিক্ষোভ কর্মসূচি পালন করছে—কোনোটাতেই সফল হয়নি। সরকারেরও পতন হয়নি, শেখ হাসিনাকেও দেশ ছাড়তে হয়নি। বিদেশে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আন্দোলনের নির্দেশনা দিয়ে আন্দোলন সফল হয় না।

নৈরাজ্যের কারণে বিএনপি সফল বিরোধী দলও হতে পারছে না মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশে স্বচ্ছতার জন্য একটি সফল বিরোধী দল দরকার। আমরা চাই, দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য পার্লামেন্টে একটা শক্ত বিরোধী দল থাকুক। কিন্তু বিএনপি তাদের নৈরাজ্যের কারণে ব্যর্থ হচ্ছে। একটা সময় দেশে তাদের অস্তিত্ব থাকবে বলে মনে হয় না।’

পরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী। দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার জন্য গম ও ভুট্টার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গড়ে তোলার চেষ্টা করছে। এখানকার বিজ্ঞানীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে কাজ করছে। কৃষিক্ষেত্রে দিনাজপুরের সম্ভাবনাকে শতভাগ ব্যবহার করার জন্য বিভিন্ন কৃষি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক গোলাম ফারুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রমুখ।