নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর, স্বামী আহত

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বিজলী খাতুন (৪০)। পথে মোটরসাইকেলটি অরক্ষিত রেলগেট অতিক্রম করার সময় আন্তনগর রংপুর এক্সপ্রেস তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিজলী খাতুন মারা যান। গুরুতর আহত হন তাঁর স্বামী হেলাল হোসেন (৪৫)।

গতকাল শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী পুরানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিজলী খাতুন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের হেলাল হোসেনের স্ত্রী।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টারের কার্যালয় ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হেলাল হোসেন তাঁর  স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে সদর উপজেলার তেলকুপি গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁরা ছাতনী পুরানপাড়া গ্রামের একটি অরক্ষিত রেলগেট অতিক্রম করার জন্য রেললাইনে উঠলে রংপুর এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিজলী খাতুনের মৃত্যু হয়। আর হেলাল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিজলী খাতুনের লাশ উদ্ধার করে রেললাইনের পাশে সরিয়ে রাখেন। এদিকে হেলাল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোছা. কামরুন্নাহার বলেন, তাঁরা স্থানীয় লোকজনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। সান্তাহার রেলওয়ে থানা–পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।