কমিটি ঘোষণার দুই মাসের মাথায় যবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কমিটি ঘোষণার দুই মাসের মাথায় সংঘর্ষে জড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষ। গতকাল রোববার রাতের এ সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেবেন বলে জানিয়েছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর পাঁচেক আগে ক্যাম্পাসের শহীদ মশিয়ুর রহমান আবাসিক হলে ডাকাতি হয়। ডাকাত দল শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় তখন কোতোয়ালি থানায় ডাকাতির অভিযোগে একটি মামলাও হয়। সেই ঘটনা স্মরণ করে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শামীম হাসানকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট দেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী নুরুল আমিন। এতে ক্ষুব্ধ হন শামীম হাসানের ভাগনে ও যবিপ্রবি ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল। ফেসবুকে পোস্ট দেওয়া শিক্ষার্থী নুরুল আমিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানার অনুসারী হিসেবে পরিচিত। গতকাল রাত আটটার দিকে তানভীর তাঁর অনুসারীদের নিয়ে ক্যাম্পাসের কদমতলায় সভাপতির অনুসারীদের ধাওয়া দেন। এরপর তানভীরের অনুসারীরা শহীদ মসিয়ুর রহমান হলে গিয়ে অবস্থান করেন।

ধাওয়ার জবাব দিতে রাত সাড়ে আটটার দিকে সভাপতি সোহেল রানার নেতৃত্বে তাঁর অনুসারীরা হলে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারকে মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।
ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে আবার তা মিটেও গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, শহীদ মসিয়ুর রহমান হল পরিদর্শন করেছেন তিনি। ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। প্রক্টরের প্রতিবেদন আগামীকাল হাতে আসবে। এরপর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দুই মাস আগে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার দুই মাসের মাথায় দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে এসেছে।