লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কোপানোর ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেনছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম আনোয়ার হোসেন। তিনি লক্ষ্মীপুর সদর (পূর্ব) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

গতকাল রোববার রাতে তাঁকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়। লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহসভাপতি জাকির আলীকে কুপিয়ে জখম করা হয়। জাকির আলী সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

কুপিয়ে জখমের ঘটনায় গতকাল জাকির আলী বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের নেতা জাকির ও স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ারের বিরোধ চলে আসছিল। ঘটনার সময় জাকির মিরিকপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে আনোয়ারের নেতৃত্বে হামলা হয়। অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আনোয়ারের নেতৃত্বে জাকিরের ওপর হামলা চালানো হয়েছে। জাকিরের পিঠে কুপিয়ে জখম করায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় মামলা করার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।