১ ডিসেম্বর থেকে ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট ডাকে রাজশাহী বিভাগীয় মালিক সমিতি
ছবি: প্রথম আলো

বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার আগেই রাজশাহী বিভাগীয় মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার বেলা তিনটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিভাগীয় পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল দুপুর ২টায়। তবে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়ে যায়। বিএনপির সমাবেশ শেষ হওয়ার কথা বিকেল ৫টায়। তাঁর ঠিক এক ঘণ্টা আগেই পরিবহন মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

আরও পড়ুন

পরিবহন ধর্মঘটের তৃতীয় দিন, বাস চলতে পারে সন্ধ্যায়

মতিউল হক বলেন, দীর্ঘ দিন ধরে ১০ দফা দাবিতে তাঁরা আন্দোলন করছেন। গত ২৭ নভেম্বর দাবি-দাওয়াগুলো তাঁরা বিভাগীয় কমিশনারকে দিয়েছিলেন। আজ বেলা তিনটায় কমিশনার তাঁদের ডেকেছিলেন। সেখানে সভা হয়। তিনি ১০ দফা দাবির মধ্যে তাঁর আয়ত্তে থাকা দাবিগুলো এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আর আইন সংশোধনীর বিষয়গুলো লিখিতভাবে তিনি মন্ত্রণালয়ে পাঠাবেন। এর পরিপ্রেক্ষিতে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এতে ঢাকার কোচসহ সব জেলায় গাড়ি চলাচল করবে।

২৬ নভেম্বর মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয় সংগঠনটি। দাবি পূরণ না হওয়ায় ৩০ নভেম্বর বিকেলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। মূলত ওই দিন সন্ধ্যা থেকেই রাস্তা থেকে গাড়ি উধাও হয়ে যায়। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েন বিএনপির নেতা-কর্মীরা।

আরও পড়ুন

রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগে অটোরিকশায়ও ধর্মঘট, দুর্ভোগ

তবে বিএনপির দাবি, অন্যান্য জায়গার মতো রাজশাহী বিভাগীয় গণসমাবেশে লোকসমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে পরিবহন মালিকেরা এ ধর্মঘট ডেকেছে। যদিও বিএনপির এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে পরিবহন মালিকেরা।

এদিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তে বিভাগের বিভিন্ন জেলায় বাস চলাচল শুরু হয়েছে। বিকেল চারটায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলেও দুপুর থেকেই বগুড়ায় দূরপাল্লার বাসের অনেক কাউন্টার খোলা ছিল।

আরও পড়ুন

রাজশাহীতে নির্ধারিত সময়ের আগেই বিএনপির সমাবেশ শুরু

বগুড়ার ‘টিআর ট্রাভেলস’-এর সাতমাথা কাউন্টারের সহকারী ব্যবস্থাপক পলাশ চৌধুরী বলেন, অন্য বিভাগে বিএনপির সমাবেশ শেষ হতে না হতেই ধর্মঘটও প্রত্যাহার করা হয়। সেই ধারণা থেকেই তাঁরা বিকেল চারটার বাসের টিকিট আগেই বিক্রি শুরু করেন। যথারীতি চারটায় যাত্রী নিয়ে ওই কোচটি ছেড়েও গেছে। অন্যদিকে বিকেল চারটা থেকে অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল শুরু হয়েছে।