মামলায় সাক্ষ্য দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় বন্ধুসহ এসআই নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত উপপরিদর্শক জহুরুল ইসলাম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে বরযাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের চাঁদপুর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন হলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম (৩৮)। তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে। নীলফামারীর জলঢাকায় পুলিশের এসবি শাখার এসআই হিসেবে তিনি কর্মরত ছিলেন। তিনি বিয়ের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আরেকজন হলেন জহুরুলের বন্ধু মোনায়েম হোসেন (৩৮)। তাঁর মোটরসাইকেলে করে রাজশাহীর আদালতে একটি মামলায় সাক্ষ্য দিয়ে দুজন বাড়ি ফিরছিলেন। মোনায়েমের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লালপুর গ্রামে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নীলফামারী থেকে বরযাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। আর রাজশাহী থেকে মোটরসাইকেলটি দিনাজপুরের ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। বিরামপুরের চাঁদপুর এলাকার ফিলিং স্টেশনের সামনে দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা জহুরুল ও মোনায়েমকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জহুরুল ইসলাম ও তাঁর বন্ধু মোনায়েম হোসেনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক ও চালকের সহকারী পলাতক।